মাটিডালি ক্রিড়া চক্র উদ্যাগে – মাটিডালি প্রিমিয়ারলীগের শুভ উদ্বোধন
বগুড়া লাইভ: ক্রিকেট খেলা কার না ভালো লাগে? আর এই ক্রিকেটের মাধ্যমে আজ আমরা সারা বিশ্বের কাছে পরিচিত এক বাঙালি জাতি।
তাই এই ক্রিকেটের ধারাবাহিকতায় মাটিডালি ক্রিড়া চক্র উদ্যাগে – মাটিডালি প্রিমিয়ারলীগের শুভ উদ্বোধন-২০১৮
এই প্রিমিয়ারলীগের শুভ উদ্বোধন করেন মাটিডালি ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ
তিনি বলেন আজ সারা দেশে যুবকেরা যে ভাবে বিভিন্ন নেশায় বা অপরাধ মূলক কর্মকান্ডে আসক্তি হচ্ছে। আর এই আপরাধ বা নেশা জগতে জড়িয়ে পড়ার প্রধান কারন হচ্ছে মানুষের মধ্য সামাজিক বিনোদন না থাকা। আজকে যদি যুবকেরা খেলাধুলা এবং সামাজিক কর্ম করত তাহলে এই পথে তারা যেতনা। তিনি আরও বলেন আজকের ক্রিকেটাররাই আগামী দিনে বাংলাদেশের জাতীয় টিমে খেলে দেশকে সামনে নিয়ে যাবে।
তাই তিনি এই প্রিমিয়ারলিগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও যাতে এই রকম ক্রিকেট টুর্নামেন্ট হয় এবং এখান থেকে ভালোমানের ক্রিকেটার তৈরি হতে পারে সে দিকে মেনেজমেন্ট কে নজর রাখতে বলেছেন।
সব শেষে সবার সুসাস্থ ও মঙ্গল কামনা করেন