কাহালু উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৮ উদযাপিত
মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া লাইভ): নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৮ উদযাপন করে কাহালু মডেল উচ্চ বিদ্যালয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে কাহালু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং
কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি কাহালু পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাহালু উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে বিদ্যালয়ের বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বিদ্যালয়ের মঞ্চে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল উদ্দিন কবিরাজ। এছাড়া আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক এফ. এম. এ. সালাম, সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ ও শিক্ষার্থীরা। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কাহালু মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। সবশেষে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।