বগুড়া সদর উপজেলা
প্রভাতফেরী ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি উদযাপন
বগুড়া লাইভ: প্রভাতফেরী ফাউন্ডেশন একটি সেবামূলক সংগঠন। এ সংগঠনের মূল উদ্দেশ্য সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য সহযোগীতা করা। সংগঠনটির কার্যক্রম শুরু হয় ২০১৭ ইং সালের মার্চের ২০ তারিখ।আজ প্রভাতফেরী ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শহরে সাতমাথায় র্যালী করেন সংগঠনের সদস্যরা। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেন ।
অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব মকবুল হোসেন (চেয়ারম্যান, বগুড়া জেলা পরিষদ) ,এছাড়াও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য জনাব মাফুজুল ইসলাম (রাজ) সহ প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা জনাব নাহিদুল ইসলাম (নাহিদ) বলেন আগামী দিন গুলোতে আরও ভালো কাজ করার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতা ও শিক্ষার আলো দেখাতে চান।