বগুড়ায় সাতদিনব্যাপী মুক্তিযুদ্ধে গণহত্যার আলোকচিত্র প্রদর্শনী
“চেতনা অবিনাশী”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে
গণহত্যার আলোকচিত্র প্রদর্শনী
শোভন (বগুড়া লাইভ): ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে ‘চেতনা অবিনাশী’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২০ মার্চ ২০১৮, মঙ্গলবার দুপুরে শহীদ খোকন পৌর শিশু উদ্যানে জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী ‘চেতনা অবিনাশী’ শীর্ষক গণহত্যার আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
একাত্তরের গণহত্যার দুর্লভ ৫০টি আলোকচিত্র নিয়ে প্রদর্শিত হচ্ছে ‘চেতনা অবিনাশী’ শীর্ষক প্রদর্শনীটি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ভয়াবহ নির্মমতার নীরব সাক্ষী উক্ত ছবিগুলো। যা প্রায় চার দশক পরেও দর্শনার্থীদের হৃদয়ে অনুভব করাবে ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যার দৃশ্যগুলো। আর এর মাধ্যমে হয়তো হৃদয়ে সুপ্ত থাকা দেশপ্রেমের শক্তিটা আরও দৃঢ় হবে বলেই মনে হচ্ছে প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের অভিব্যক্তির বহিঃপ্রকাশে।
‘চেতনা অবিনাশী’ শীর্ষক গণহত্যার আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী-লীগ সভাপতি আলহাজ্ব মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা ডা. আরশাদ সায়ীদ, কথাসাহিত্যিক বজলুল করিম বাহার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, বগুড়া রোটারি ক্লাবের প্রেসিডেন্ট অধ্যক্ষ সাহাবুদ্দীন সৈকত, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, শিশু সংগঠন বাবুই-এর পরিচালক রাকিব জুয়েল, মুক্তিযুদ্ধের গবেষক আকবর আহমেদসহ আরও অনেক সংস্কৃতি-জনরা।
বর্তমান প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাতে এমন প্রদর্শনীর কোন তুলনা হয় না। তাই এমন আয়োজন করায় আয়োজকদের সাধুবাদ জানাচ্ছেন প্রদর্শনীতে আসা দর্শনার্থীগণ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে স্বচ্ছ ধারণা এবং প্রকৃত ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আগামী ২৬ মার্চ পর্যন্ত সাতদিনব্যাপী ‘চেতনা অবিনাশী’ উন্মুক্ত থাকবে সবার জন্য।