ঐতিহাসিক পুনর্মিলনী ২০১৮
ঐতিহাসিক পুনর্মিলনী ২০১৮
আরিফ শেখ, বগুড়া লাইভ: প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের ৯৩ বছর পূর্তিতে মাদরাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই আয়োজন করে।
সকালে শহরের গোয়ালগাড়ী এলাকায় সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে পুনর্মিলনীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে প্রাক্তন ও নবীন মিলিয়ে এই মাদরাসার হাজার খানেক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি মাদরাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
উদ্বোধনী আলোচনায় অ্যালামনাইয়ের আহ্বায়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, প্রাক্তন শিক্ষার্থী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এফএমএএইচ তাকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. হাছানাত আলী, অ্যালামনাইয়ের সদস্য সচিব আবু বকর ছিদ্দিক, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-২ আমিনুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপু।
বহু বছর পর এমন আয়োজন পুরনো মানুষ আর সময়কে একসাথে পেয়ে যাবার দোলা দিয়ে যায় অংশগ্রহণকারী নবীন-প্রবীণদের এই সমাবেশে।