বগুড়া লাইভ - আপডেট
করতোয়ায় মাছ ধরতে বোউত
সাইফুল্লাহ (বগুড়া লাইভ)মাছ ধরা যাদের পেশা তাদের বলা হয় জেলে। আর সখে যারা মাছ শিকার করেন তাদের অবশ্য বিশেষ কোনো নাম নেই কিন্তু এক সঙ্গে অনেক অনেক লোক কোনো স্থানে মাছ শিকার করলে তাকে বগুড়ায় ‘বোউত নামা’ বলা হয়ে থাকে (বহু লোক এক সঙ্গে মাছ ধরে বলে এমন নাম হতে পারে)। বেসরকারি সংস্থা টিএমএসএস এর উদ্যোগে আজ এমন বোউত নামে ঠেঙ্গামারা এলাকার করতোয়া নদীতে। সেখানে শত শত মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে মাছ শিকারে নেমে পড়ে। তাদের হাতে দেখা যায় মাছ শিকারের নানান ধরণের উপকরণ। মাছের পরিমাণ সন্তোষজনক না হলেও মাঝারি আকৃতির বিভিন্ন জাতের মাছ হাতে সবাইকে বাড়ি ফিরতে দেখা যায়।