উপজেলাকাহালু উপজেলা
কাহালুতে উদ্বোধন হলো ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা
মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ – (বগুড়া লাইভ): কাহালু উপজেলা প্রসাশনের আয়োজনে কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ২দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০১৮।
শনিবার সকালে কাহালু মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ তায়েব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ সর্বস্তরের জনসাধারণ ও শিক্ষার্থীবৃন্দ। এ মেলায় উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তাদের উদ্ভাবণ সর্বসাধারণের কাছে তুলে ধরা হয়। এ ২দিন মেলাটি সর্বসাধারণের জন্য উন্মক্ত করা হয়।