দোয়েল তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না

নির্মাণাধীন ভবনের রডের ওপর বসে পশ্চিমে ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে আছে আমাদের জাতীয় পাখি দোয়েল। কে জানে! হয়তো যেখানে রড আর সিমেন্টের মস্ত দালান উঠছে সেখানে একটা সবুজ গাছ ছিলো, হয়তো সেই গাছেই এই দোয়েলের ছোট্ট বাসা ছিলো।গাছ কেটে ইটের দালান বানানো এই শহরে ‘সুবোধের’ মতো দোয়েলটাও বোধহয় জেনেছে ‘এখন সময় পক্ষে না’। সময়ের সাথে হারিয়ে যাচ্ছে প্রিয় পখিটি। নতুন দিনের অনেক শিশু এখনো বাস্তবে দোয়েল দেখেনি। হয়তো আর কিছু দিন পর শুধুই দুই টাকার নোট আর কাগজে-কলমে থাকবে আমাদের জাতীয় পাখি দোয়েল।

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কথা মনে পড়ে-

‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,

লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর।’

বিকেল বেলায় ছবিটি বগুড়া সদর থেকে তোলা। আলোকচিত্রী: নাভিদ ইবনে সাজিদ নির্জন

 

এই বিভাগের অন্য খবর

Back to top button