ছবিঘর

নয় কোন জল্পনা নয় কোন কল্পনা, এযে বিধাতার আঁকা প্রকৃতির অসীম মায়া

নয় কোন জল্পনা
নয় কোন কল্পনা,
এযে বিধাতার আঁকা
প্রকৃতির অসীম মায়া।

গোধূলির অপরূপ মোহমাখা স্থিরচিত্রটি ‘পদ্মপাড়া, সোনাতলা’ থেকে তুলেছেন #মাহির_আসিফ।

এই বিভাগের অন্য খবর

Back to top button