শিবগঞ্জ উপজেলা
শিবগঞ্জে এগিয়ে চলছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবনের নির্মাণ কাজ
সাইফুল্লাহ মানসুর (শিবগঞ্জ, বগুড়া) : আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইউনিটের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ থানাতে। বগুড়ায় আয়তনে দ্বিতীয় অবস্থানে রয়েছে শিবগঞ্জ থানা। কিন্তু দুঃখের বিষয় অন্য থানাতে ফায়ার সার্ভিস ইউনিট থাকলেও এতো বড় থানাতে ছিলো না কোনো ফায়ার সার্ভিস ইউনিট। কিন্তু বর্তমানে চলছে সেই ফায়ার সার্ভিস উইনিট ভবনের নির্মাণ কাজ।
এতো দিন কোনো আগুন দুর্ঘটনার সময় পাশের থানা বা পাশের জেলা থেকে ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করতো।কিন্তু আসতে সময় বেশি লাগার কারণে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেড়ে যেতো। তাই এই থানায় একটি ফায়ার সার্ভিস ইউনিট থাকা অত্যন্ত জরুরী হয়ে পড়েছিলো।
বর্তমান সরকারের সুদৃষ্টির কারণে সেই প্রতিক্ষার অবসান ঘটতে চলেছে। সে জন্য সরকারকে শিবগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।