বগুড়ার ইতিহাস

নতুন করে সাজানো হচ্ছে মহাস্থানগড়

সমুদ্র হক (বগুড়া লাইভ): পর্যটক আকর্ষণে দেশের সবচেয়ে প্রাচীন পুন্ড্রনগরীখ্যাত বগুড়ার মহাস্থানগড়কে নতুন করে সাজানো হচ্ছে।  বিপিসি কর্তৃপক্ষ বললেন, মহাস্থানগড়ে তাদের একটা উন্নতমানের ক্যাফে (রেস্তরাঁ) আছে। আপাতত মোটেল স্থাপনের পরিকল্পনা নেই। ৮০’র দশকের মধ্যভাগে মহাস্থানগড়ে ‘ইয়থ ইন’ নামে উন্নত হোটেল চালু করা হয়েছিল। পরে তা ভেঙ্গে ফেলা হয়েছে। মহাস্থানগড়কে পর্যটক আকর্ষণে বড় পরিকল্পনা নিয়ে দৃষ্টিনন্দন স্থাপনা গড়ে তোলা হচ্ছে।

 

এই বিভাগের অন্য খবর

Back to top button