কাহালুতে ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত
মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া লাইভ): আজ বৃহস্পতিবার উৎসব মুখোর পরিবেশে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২০১৭ সালের ২রা ডিসেম্বর মালঞ্চা ইউপির চেয়ারম্যান মোঃ মোত্তালিব মারা যাওয়ার পর এ উপ-নির্বাচনটি অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি সহ মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ১০ টি ভোট কেন্দ্রের ৬২টি বুথে সকাল ৮.০০টা হতে শুরু হয়ে একটানা বিকেল ৪.০০টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মালঞ্চা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২ শত ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯শত ৭৮ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ২ শত ৬৫ জন। উক্ত উপ-নির্বাচনে ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র্যাব সহ ব্যাপক সংখ্যক পুলিশ ও আনছার ভিডিপির সদস্য মোতায়ন করা হয়েছে।
পাবহারা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ গোলাম মোর্সেদ জানায়, “এ কেন্দ্রে সুষ্ঠ ও স্বাভাবিক ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সকালে ভোটার সংখ্যা কম থাকলেও দুপুরের পরে তুলনামূলক বৃদ্ধি পেয়েছে।”
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির জানান, “মালঞ্চা ইউনিয়নের সবকটি কেন্দ্রেই আমাদের সচেতন পুলিশ সদস্য ও মোবাইল পেট্রোল টিম রয়েছে। এছাড়াও আইন শৃংঙ্খলা বিষয়ে তদারকি করার জন্য পুলিশ সুপার মহোদয় নিজেই কেন্দ্রগুলোতে গিয়েছেন।”
সাধারণ মানুষের কাছে নির্বাচন সম্পর্কে জানতে চাওয়া হলে মতিউর রহমান সাঞ্জু বলেন, “আমরা শন্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করতে পারছি। এখানে কোন প্রকার বিশৃক্সখল পরিস্থিতি নেই এবং নিরাপত্তা ব্যবস্থাও মোটামুটি ভালো।”