শেরপুর উপজেলা
শ্রীহীন করতোয়া নদী পাড়ে মিষ্টি আলু চাষ
সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ)
কথিত আছে শাহ সুলতান (রঃ) তার শীষ্যদের নিয়ে ফকিরবেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে এই করতোয়া নদী দিয়ে মহাস্থানগড়ে এসেছিলেন। সেখান থেকে তার নাম এসেছে মাহিসাওয়ার এবং তিনি বল্লখ অঞ্চল থেকে এসেছিলেন সেজন্য তাকে শাহ সুলতান বলখীও বলা হয়। মহাস্থানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং ইসলাম কায়েম করেন।
সময়ের সাথে সাথে বিভিন্ন প্রতিকূলতার মাঝে এই নদীটি তার প্রকৃত সৌন্দর্য ও ঐতিহ্য হারাতে শুরু করেছে। বর্ষা মৌসুমের পূর্বে এখন নদীটি পানিশূন্য অবস্থায় রয়েছে। তাই কৃষক সে সু্যোগটি কাজে লাগিয়েছে। নদীর চরে মিষ্টি আলুর চাষ করেছে। নদী পাড়ে যেনো সবুজের ছোঁয়া লেগেছে।
ছবিটি গড়ীদহ, শেরপুর, বগুড়া থেকে তোলা।