শিবগঞ্জ উপজেলা
শিবগঞ্জে আবারও ঘটেগেল অমানবিক ঘটনা
সাইফুল্লাহ (বগুড়া লাইভ)
শিবগঞ্জে আবারও ঘটেগেল অমানবিক ঘটনা
বগুড়া জেলার শিবগঞ্জ থানার দেউলী ইউনিয়নের বোয়ালমারী গ্রামে চাচীর দা’র কোপে ৩য় শ্রেণীতে পড়া এক ছাত্র সাকিবুল খুন হয়েছে।
এতে করে এলাকার মানুষের মধ্য প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবং বিক্ষুদ্ধ হয়ে অভিযুক্তের বাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং অগ্নিসংযোগ করার চেষ্টা করে।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর এ।
গ্রামবাসীরা জানায় পারিবারিক জের ধরে এই ঘটনাটি ঘটে। পরে গ্রামের পাশে একটি বেগুনের ক্ষেত থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
পরে পুলিশ মৃত সাকিবুল হাসানের চাচী শিউলী বেগমকে গ্রেফতার করে।