কাহালুতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া লাইভ): বগুড়ার কাহালুতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ – ২০১৮ইং উপলক্ষে কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দ্যোগে র্যালী, দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে র্যালীটি কাহালু পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাহালু উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। র্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা সহকারী অফিসার ভূমি মহুয়া শারমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ও মমতা আরজু কবিতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সহ সর্বস্তরের জনগন। আলোচনা সভা শেষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ের উপর অনুষ্ঠিত রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।