বগুড়া সদর উপজেলা
শিল্পপতি আইনুল হক সোহেলের ইন্তেকাল।।
মশিউর (বগুড়া লাইভ)
শিল্পপতি আইনুল হক সোহেলের ইন্তেকাল।।
বিশিষ্ট শিল্পপতি বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, দৈনিক আলো প্রতিদিন পত্রিকার সম্পাদক আইনুল হক সোহেল আজ রোববার (তাং০১/০৪/১৮ইং) সকালে বগুড়ায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। উল্লেখ্য কিছুদিন আগে তার একমাত্র পূত্র শিল্পপতি তালহা মোস্তাকিম দিপ্ত ইন্তেকাল করেন।তার শোকে তিনি কাতর ছিলেন।আইনুল হক সোহেল একজন দানশীল ও বড় হৃদয়ের মানুষ ছিলেন।তার মৃত্যুতে তার জন্মস্থান নারুলী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এলাকাবাসী তার আত্নার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন। মহান আল্লাহ তার বেহেশত নসীব করুন।।