নন্দীগ্রাম উপজেলা

নন্দীগ্রাম উপজেলাধীন বুড়ইল ইউনিয়নের হাজারকী গ্রামের “আউলিয়ার পুকুর জামে মসজিদ”

বগুড়া লাইভ: বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলাধীন বুড়ইল ইউনিয়নের হাজারকী গ্রামে আউলিয়ার পুকুর জামে মসজিদ অবস্থিত।
ইতিহাস: নিশ্চিত করিয়া বলা যায় না এটি কাহার মাজার তবে স্থানীয়রা মাজারটিকে গুলিহার দেওয়ান আউলিয়ার মাজার বলিয়া থাকেন। ৩০ বছর পূর্বে আউলিয়ার পুকুর পাড়টি ঝাড় জঙ্গলে ভরা ছিল। উক্ত জংগল পরিষ্কার করার সময় প্রাচীন কালের ঐতিহ্যবাহী আউলিয়ার পুকুর জামে মসজিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
গুলিহার দেওয়ান আউলিয়া সম্পর্কে স্থানীয়রা কেহই কোন সঠিক কোন তথ্য উপস্থাপন করতে পারেন নাই। সেইজন্য আপাতত বিস্তারিত কোন ইতিহাস উপস্থাপন করতে পারছি না। আমরা সেইজন্য আন্তরিক ভাবে দুঃখিত। তবে জানা মাত্র সকলের অবগতির জন্য উপস্থাপন করব। ইনশাল্লাহ!
বিবরন: মসজিদটির অভ্যন্তরে ইমাম সহ মাত্র পনের জনের নামাজ আদায় করিবার জায়গা রয়েছে। স্থানীয় মুসল্লীগন মসজিদটির বাহিরের অংশের সহিত টিনের চালা সংযুক্ত করিয়া নামাজ আদায় করিয়া থাকেন। মসজিদের আকার ও আয়তন পক্ষন করে ধারনা করা যায়, প্রতিষ্ঠাকালে খুব অল্প সংখ্যক মুসুল্লি অত্রাঞ্চলে বসবাস করত। পরবর্তী সময়ে ধীরে ধীরে আউলিয়ার পুকুর নামক স্থানে জনবসতি গড়ে ওঠে। মসজিদটির সামনে একটি মাজার রয়েছে।
তথ্য সংগ্রহে: গোলাম জাকারিয়া কনক।

 

 

বগুড়া সম্পর্কে জানতে এবং প্রত্যেক মুহূর্তের খোঁজখবর রাখতে চোখ রাখুন বগুড়া লাইভের অফিশিয়াল ফেসবুক পেজে…

এই বিভাগের অন্য খবর

Back to top button