বগুড়ার ইতিহাস
বগুড়া জেলায় বিদ্যুৎ সরবরাহের ইতিকথা
বগুড়া জেলায় বিদ্যুৎ সরবরাহের ইতিকথা
বগুড়া লাইভ: সর্বপ্রথম বগুড়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বাবু ললিত মোহন সান্যাল এবং দ্বিতীয় পর্যায়ে “নর্থ বেঙ্গল ইলেকট্রিসিটি” সাপ্লাই কোম্পানি কর্তৃক বগুড়া জেলায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চেষ্টা করেন। কিন্তু তাদের চেষ্টা ব্যর্থতায় রুপান্তরিত হয়। পরবর্তী সময়ে মরহুম ডা. হাবিবুর রহমান সাহেব বগুড়া জেলায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্য সুসম্পন্ন করেন। মরহুম ডা. হবিবর রহমানের অামলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ছিল বর্তমান বিপিডিবি অফিস। মুখ্যমন্ত্রী মরহুম নুরুল আমিন কর্তৃক বগুড়া জেলায় বিদ্যুৎ চালু হয়। বিদ্যুৎ বিভাগের প্রধান পৃষ্টাপোষক ড. মফিজ উদ্দিন আহম্মদ ও পাক রাষ্ট্রদুত (বেলজিয়াম) আলহাজ্ব হাবিবুর রহমান সাহেব বগুড়া জেলায় বিদ্যুৎতায়নে বিশেষ ভুমিকা পালন করেন। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র বগুড়া জেলায় কিছু সংখ্যক স্থানে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও স্বল্প সময়ের ব্যবধানে বগুড়া জেলার প্রতিটি থানায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
তথ্য সংগ্রহে: গোলাম জাকারিয়া কনক