শেরপুর উপজেলা

প্রয়োজনীয় খাঁটি দুধের চাহিদা মেটাতে “ডেইরি ফার্ম”

প্রয়োজনীয় খাঁটি দুধের চাহিদা মেটাতে –
ডেইরি ফার্ম, মহিপুর, শেরপুর, বগুড়া।  

উন্নত জাতের পালিত গরুর একাংশ

লামইয়া, বগুড়া লাইভ: বগুড়া জেলার শেরপুর অন্তর্ভুক্ত মহিপুর গ্রামে এই ডেইরি ফার্মটি অবস্থিত।

এই ফার্ম থেকে প্রায় সারাদেশেই শতভাগ খাঁটি দুধ সরবরাহ করা হয়ে থাকে।

ডেইরি ফার্মটিতে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া লালনপালন করা হয়। যা থেকে প্রয়োজনীয় দুধের ঘাটতি পূরণ হয়ে থাকে।

ফার্মের উন্নত জাতের পশুর পরিচর্যায় উন্নত চিকিৎসার জন্য দক্ষ পশু ডাক্তারও আছেন এখানে। যারা নিয়মিত ফার্মের পশু-পাখির সঠিক চিকিৎসা প্রদান করে থাকেন।

এই ডেইরি ফার্ম থেকে গরু, ছাগল, ভেড়ার শতভাগ খাঁটি দুধ পাওয়া যায়। ফলে জনসাধারণ প্রায় সময়ই এখান থেকে খাঁটি দুধ কিনে নিয়ে যায়।

ডেইরি ফার্মে উন্নত ঘাসের চাষ

ডেইরি ফার্মে উন্নতমানের সবুজ ঘাস উৎপাদন করা হয়। ফার্মে থাকা পশুর খাবারের পরেও এখান থেকে উন্নতমানের সবুজ ঘাস বিক্রিয় করা হয়। এই কারণে জনসাধারণের ভিড় লক্ষ্য করা যায় এই সকল সবুজ ঘাস কিনাবার জন্য।

আর ইদের সময়তো ফার্মেও উৎসবের আমেজ তৈরি হয়। সারাবছর লালিতপালিত নাদুসনুদুস গরু, ছাগল, ভেড়ার এক অংশ বিক্রি করা হয় এই ফার্ম থেকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button