জাতীয়
অবশেষে বদলানো হল বগুড়া সহ আরও ৪ জেলার ইংরেজী নামের বানান
(বগুড়া লাইভ)
যখন থেকে ইংরেজী নামের বানান পরিবর্তন করা হবে শোনা যাচ্ছিল তখন থেকেই সবার মাঝে একটা অস্থিরতা বিরাজ করে। অনেক জায়গায় মানব বন্ধন হলেও নামের বানান চেঞ্জ করা আটকাতে পারলনা কেউ।
বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, যশোর ও বগুড়া জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করেছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার তার কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে এই তথ্য জানান।
যে ৫ জেলার ইংরেজি নামের বানান পরিবর্তন করা হয়েছে,
- বর্তমান ইংরেজি বানান
১। Bogra
২। Chittagong
৩। Barisal
৪। Comilla
৫। Jessore - নতুন ইংরেজি বানান
১। Bogura
২। Chattogram
৩। Barishal
৪। Cumilla
৫। Jashore