শিক্ষা

বগুড়া শিশু পরিবার লেখাপড়ার পাশাপাশি নাচ গান নাটক খেলাধুলা ও শরীরচর্চায় সুনাম কুড়িয়েছে

বগুড়া লাইভ: ১৯৫৯ সালে কয়েকটি ঘর নিয়ে নগরীর উত্তরে ফুলবাড়ি এলাকায় মহাসড়কের ধারে শিশু পরিবার প্রতিষ্ঠা করা হয়। আগে নাম ছিল সরকারী এতিম খানা। প্রথম দিকে এতিম ছেলেদের এই প্রতিষ্ঠানে ভর্তির পর একাডেমিক ও কারিগরি শিক্ষা দেয়া হয়। ১৯৬২ সালে ১৩ দশমিক ২২ একর জায়গার ওপর ইমারতের অবকাঠামো নির্মিত হয়। নাম হয় সরকারী শিশু পরিবার।

বর্তমানে এই শিশু পরিবারে নিবাসীদের মোট আসন ১৭৫। এর মধ্যে মেয়ে নিবাসী আছে ১৬৩ জন। যারা প্রাক প্রাথমিক শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছে।

কারিগরি শিক্ষার মধ্যে দর্জি প্রশিক্ষণ, উল বুনন, এ্যাম্ব্রয়ডরির সঙ্গে বর্তমানে কম্পিউটার অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিজন নিবাসীর জন্য মাসে বরাদ্দ আছে ২ হাজার ৬শ’ টাকা। এর মধ্যে খাবারের জন্য বরাদ্দ ২ হাজার টাকা। বাকি অর্থ শিশুদের অন্যান্য খরচের জন্য বরাদ্দ। প্রতিদিন সকাল ও বিকেলের নাস্তা, দুপুর ও রাতে ভাত খাবার দেয়া হয়। শিশুরা যাতে পুষ্টিযুক্ত খাবার পায় সে জন্য মাছ মুরগি দুধ সবজিসহ উন্নতমানের খাবার দেয়া হয়। চিকিৎসার জন্য খন্ডকালীন একজন চিকিৎসক আছেন।

গেল বিজয় দিবসের ডিসপ্লেতে তারা প্রথম স্থান অধিকার করেছে

এই বিভাগের অন্য খবর

Back to top button