বগুড়া সদর উপজেলা

বগুড়া সদরে হাইব্রিড জাতের লাউ এর বাম্পার ফলন

আরিফ শেখ, বগুড়া সদর: বগুড়া সদর উপজেলার শাখারিয়া, কালিবালা, মানিকচক সহ আশে পাশের বিভিন্ন গ্রামে এবার হাইব্রিড জাতের মিষ্টি লাউ চাষের বাম্পার ফলন হয়েছে।

মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সবজি বিশেষ করে মিষ্টি লাউ, হাইব্রিড, জাত লাউ এর বাম্পার ফলন হয়েছে।

গ্রামে মিষ্টি লাউ চাষ করে বদলে গেছে শতাধিক কৃষকের ভাগ্য। দিগন্তজুড়ে মিষ্টি লাউ এর বাম্পার ফলনে খুশি এ এলাকার চাষিরা। শুধু ধান চাষের ওপর নির্ভরশীল কৃষিজমিতে মিষ্টিলাউ চাষ এনে দিয়েছে নতুন গতি।

কৃষকদের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে কৃষির এ সফল বিবর্তন। এ এলাকায় উৎপাদিত মিষ্টিলাউ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হচ্ছে। এবং কৃষক তাদের চাহিদা মত ন্যায্য মূল্য পেয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button