বগুড়ার ইতিহাস
বগুড়ার খ্যাতিমান চিকিৎসাবিদ এর ইতিহাস
ক্রমিক সংখ্যা | নাম | জন্ম ও জন্মস্থান | অবদান |
১ | ডাঃ মহম্মদ ইয়াছিন | ১৯২৬ সালে, বগুড়া সদর থানা | বগুড়া রেটক্রসের সহ-সভাপতি ছিলেনবগুড়া মুক ও বধির স্কুলের সাধারণ সম্পাদক ছিলেন।পাকিস্তান মেডিক্যাল এসোসিয়েশন, বগুড়া শাখারসহ-সভাপতি ছিলেন।বগুড়া স্কাউটের সহকারি স্কাউট কমিশনার ছিলেন।ন্যাশনাল কাউন্সিল অফ সোশ্যাল ওয়েল ফেয়ারেরসদস্য ছিলেন। |
২ | ডাঃ ননী গোপাল দেবদাস | ১৯১২ সালের ১ ফেব্রুয়ারি , বগুড়া সদর | ১৯৩৬ সালে কলকাতা কারমাইকেল মেডিক্যাল কলেজ থেকে এম,বি পরীক্ষায় কৃতকার্য হয় এবং স্ত্রী বিদ্যায়স্বর্ণপদক লাভ করেন। ১৯৪৭ সালে A hand book of pediatrics নামেশিশু বিষয়ক চিকিৎসার বই প্রকাশ করেন।দুর্ভিক্ষ ও মহামারির সময় তিনি আর্তমানবতার সেবায়ব্যাপক অবদান রাখেন। |
৩ | ডাক্তার টি, আহম্মদ | ১৯০৬ সালে, গাবতলি | তিনি চক্ষু চিকিৎসা বিষারদ হিসেবে এ অঞ্চলে খ্যাতি অর্জন করেন। |
৪ | ডাক্তার এস.আই.এম গোলাম মান্নান | ১৯১৮ সাল ২৫মে, সারিয়াকান্দি | ১৯৫০ সালে ঢাকা মেডিক্যাল কলেজে এনাটমি বিভগের এ্যাসিসট্যান্ট প্রফেসর ও ১৯৫৯ সালে প্রফেসর হিসেবেদায়িত্ব পালন করেন।১৯৬৮ সালে পাকিস্তান মেডিক্যাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট পদ লাভ করেন। |
এছাড়া অন্যান্য চিকিৎসকদের মধ্যে ডাঃ কছির উদ্দিন তালুকদার, ডাঃ রাবেয়া আহম্মদ, ডাঃ মোঃ আব্দুল লতিফ, ডাঃ মুনসুর রহমান, ডাঃ মোজাফফর রহমান, ডাঃ এ এইচ সাজেদুর রহমান, ডাঃ প্যারি শংকর দাশ গুপ্ত, ডাঃ লতিফা সামসুদ্দীন, ডাঃ মোহাম্মদ হেদায়েতুল ইসলাম প্রমুখ উল্লেখযোগ্য।