শেরপুর উপজেলা

বগুড়ার শেরপুরে তৈরী হতে যাচ্ছে দেশের প্রথম মডেল মসজিদ

বগুড়া লাইভ: বগুড়ার শেরপুরে তৈরী হতে যাচ্ছে দেশের প্রথম মডেল মসজিদ। দেশের ১০ জেলায় ১০টি মসজিদ নির্মাণের কাজ শুরু হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের সামনে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে  প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে সিডিএ’র জায়গায় পাঁচতলা বিশিষ্ট এই মসজিদ কমপ্লেক্সটি নির্মাণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মসজিদ কমপ্লেক্সটিতে যা থাকছে :
ইসলামিক ফাউন্ডেশন সুত্রে জানা যায়, ভবনটি শুধু একটি মসজিদ নয়, মসজিদ কমপ্লেক্স। এরমধ্যে নারীদের জন্য পৃথক পৃথক অজুখানা ও নামাজের ব্যবস্থা থাকবে। এছাড়া ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, হজ্বের মৌসুমে নগরীর ভেতরের হাজীদের থাকার ব্যবস্থা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মেহমানদের আবাসন ও বিদেশি পর্যটকদের পরিদর্শনের এবং মৃতদেহ গোসলের ব্যবস্থা থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button