বিনোদন
বগুড়া ইয়ূথ কয়্যার সংগঠনের তৌফিকুল আলম টিপুকে ফুলেল শুভেচ্ছা
বগুড়া লাইভ: ৮০ দশকের দল মত নির্বিশেষে বাংলাদেশের একক নায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব তৌফিকুল আলম টিপু । যার তৈরী প্রতিষ্ঠান “বগুড়া ইয়ূথ কয়্যার”। তার গাওয়া অাঞ্চলিক গান “হামরা বগড়ার ছোল পুটি মাছ মারবার যায়ে মারে আনি বোল” সবার পরিচিত।
মঙ্গলবার রাতে “বগুড়া ইয়ূথ কয়্যার” নবাব বাড়ি রোডস্ত কার্যালয়ে বগুড়া ইয়ূথ কয়্যার এর প্রতিষ্ঠাতা তৌফিকুল আলম টিপুকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠির সূবর্ণ জয়ন্তী উপলে কেন্দ্রীয় উদীচী শিল্পী গোষ্ঠী কর্তৃক গণমানুষের সংগীতের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সংবর্ধনা প্রদান করায় তাকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।