সাবেক নৌ পরিবহন মন্ত্রী মামদুদুর রহমান চৌধুরীর ইন্তেকাল
মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ – (বগুড়া লাইভ): আজ বুধবার আনুমানিক সকাল ৮টায় বগুড়ার সাতানী জমিদার বাড়ীর সন্তান বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক এমপি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী আলহাজ্ব মামদুদুর রহমান চৌধুরী ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি……। অসুস্থ্য অবস্থায় তাকে ঢাকার একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুর পূর্বে তার বয়স ছিল ৭৬বছর। তার স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তার ছোট বোন ইসমাত আরা সাদেক বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি তৎকালীন সরকার হোসাইন মুহাম্মদ এরশাদের জাতীয়পার্টির আমলে নৌ-পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপরে বিএনপি, এলডিপিতে যোগ দেন এবং সবশেষে বাংলাদেশ জনতা পার্টি গঠন করেন এবং তা নিবন্ধনের চেষ্টা করেন। তিনি বগুড়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সকালের অনন্দ পত্রিকার সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে তার পরিবার ও শুভাকাঙ্খিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।