জাতীয়

ঐতিহ্যবাহী থমসন হলে মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের আশ্বাস দিলেন জেলা প্রশাসক

বগুড়া লাইভ: ঐতিহ্যবাহী পুরনো হল, নাম থমসন হল। এটি বগুড়া জিলা স্কুলের সীমানার ভেতরে অবস্থিত। ১৮৮২ সালে তৎকালীন লেফটেন্যান্ট গভর্ণর স্যার রিভার থমসন একটি থিয়েটার হল নির্মাণ করেছিলেন, পরবর্তীতে এটি জিলা স্কুলের পাঠাগারে পরিণত হয়। শহরের সাতমাথা মোড়ে দাঁড়িয়েও হলটি দেখতে পাওয়া যায়। একটি সময় জিলা স্কুল কর্তৃপক্ষ হলটিকে পাঠাগারে রূপ দেয়। বর্তমানে হলটি জীর্ণশীর্ণ হয়ে গুদাম করে রেখেছে স্কুল কর্তৃপক্ষ।

বগুড়া সংস্কৃতিমনাসহ নানা শ্রেণি পেশার মানুষ ঐতিহ্যবাহী থমসন হল সংস্কার করে সংরক্ষণ এবং সরকারি উদ্যোগে জেলা প্রশাসনের কাছে মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপ দেওয়ার দাবি তোলেন।

জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিয়ে সংস্কৃতিমনাসহ নানা শ্রেণির পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় বসেন। সভায় ঐতিহ্যবাহী সেই থমসন হলে মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের আশ্বাস দেন জেলা প্রশাসক।

এই বিভাগের অন্য খবর

Back to top button