ধুনট উপজেলা

বগুড়ার ধুনটের মাঠপাড়া বেইলী ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক পানিতে

বগুড়া লাইভ:  বগুড়ার ধুনটের মাঠপাড়া বেইলী ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক সকাল ৮ টায় পানিতে পড়ে।

বগুড়া-ধুনট-শেরপুর সড়কে মাঠপাড়া গ্রামে ভাঙ্গা বেইলি ব্রীজ নামক ব্রীজটি তৃতীয় বারের মত তার নাম স্বার্থক করেছে।ধুনট কাজিপুর সিরাজ গঞ্জ সহ অত্র এলাকার হাজার হাজার মানুষ চালাচল ও মালামাল পরিবহনে দূর্ভোগে পড়েছে। এলাকা বাসির দাবি ব্রীজটি দ্রূত মেরামত ও কংকৃট ঢালাই ব্রিজ নির্মান হোক।

খবর বিজ্ঞপ্তির

 

এই বিভাগের অন্য খবর

Back to top button