বগুড়া সদর উপজেলা
ছিটেফোটা বৃষ্টিতেই নাজেহাল বগুড়ার রাস্তা ৷
এসবি (বগুড়া লাইভ) বগুড়া শহরের ফতেহ আলী বাজার মোড় ও এর আশেপাশের রাস্তার অবস্থা খুবই নাজুক। নামমাত্র বৃষ্টিতেই রাস্তা এমন কর্দমাক্ত হয়ে ওঠে যে তা আর পায়ে হেঁটে চলার উপযুক্ত থাকে না।
এটা সদরবাসীর অনেক পুরাতন অথচ নিয়মিত সমস্যাগুলোর মধ্যে অন্যতম। আর রাস্তায় গর্ত ও খানাখন্দের কথা যত কম বলা যায় ততই শ্রেয়। বছরে পৌরসভা কর্তৃপক্ষ গড়ে দুইবার করে রাতারাতি প্রায় ১০০ মিটার (পার্শ্ববর্তী রাস্তাগুলোর আংশিক ধরে) সংস্কার করা হয়।
তবে কোন এক রহস্যজনক কারণে সেই নতুন করা রাস্তা ৩ থেকে ৪ সপ্তাহেই পূর্বের রূপ ধারণ করে। জনসাধারণ এর নির্দেশ কর্তৃপক্ষের প্রতি এই যে, যথাযথ উপায়ে রাস্তাটির সংস্কার করা হোক।