মৃত্যুর কিছুক্ষন আগেও ফেসবুকে একটিভ ছিলো মৃদুল
বগুড়া লাইভ: পুরো নাম মাহমুদুল হাসান মৃদুল (২২) । বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনলোজি (বিআইআইটি) ,বগুড়া এর ছাত্র। বাড়ি বগুড়া সারিয়াকান্দি উপজেলার কুপতলা গ্রামে। বাবা মো: বাহার আলী মাস্টার প্রাইমারী স্কুলের শিক্ষক। পরিবারের দুই ভাই বোনের মধ্যে বড় ছেলে মৃদুল ।
বগুড়া শহরের জলেশ্বরীতলায় ভাড়া থাকতেন মৃদুল। বাইকের প্রতি নেশা ছিলো ছোটোবেলা থেকেই । আজ সেই বাইক চালাতে গিয়েই তার মৃত্যু ঘটে গেলো । ফেসবুক ভিত্তিক গ্রুপ “বগুড়া মটর সাইকেলিস্ট” গ্রপের এডমিন ছিলো সে।
উল্লেখ্য আজ সন্ধ্যায় বগুড়ার মোকামতলা এলাকায় সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং বাইক চালক মাহমুদুল হাসান মৃদুল কে শহিদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়ার পথে মৃতুবরণ করেন। খুব কম বয়সে মৃদুল আমাদের মাঝে থেকে চলে গেলো। মৃত্যুর ৫ ঘন্টা আগে ফেসবুকে একটিভ দেখা যায়।
মৃদুলের অকাল মৃত্যুতে পরিবার আত্বিয়স্বজন বন্ধুবান্ধবদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। আগামীকাল শনিবার সারিয়াকান্দির কুপতলা মৃদুলের নিজ বাসায় সকাল ৯ টায় জানাযা অনুষ্ঠিত হবে ।
বাইক চালানোর পূর্বে অবশ্যই সবাই হেলমেড পরিধান করুন নিজে সতর্ক থাকুন অন্যকেও সতর্ক করুন।