বগুড়া সদর উপজেলা
মুশফিকুর রহিমের বগুড়ায় আগমন উপলক্ষে মাটিডালি ক্রিড়া চক্রের সংবর্ধনা
বগুড়া লাইভ: শনিবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বগুড়ায় অবতরণ করে। বগুড়ায় মুশফিকের আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানায় মাটিডালি ক্রিড়া চক্রের সদস্যরা।
ক্লাবের সাধারণ সম্পাদক ফারুকুল হাসান এর নেতৃতে ক্লাবের সদস্যবৃন্দরা শহরের শাকপালা হইতে মাটিডালি পর্যন্ত মটর সাইকেল বহর করে মুশফিক কে নিয়ে আসে ।
উল্লেখ্য মুশফিক বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিএল এর ম্যাচ খেলবে।