শেরপুর উপজেলা

বগুড়ার ঐতিহ্য ভবানীপুর শক্তিপীঠ

তানিয়া (বগুড়া লাইভ):

বগুড়া জেলার শেরপুরে অবস্থিত ভবানীপুর শক্তিপীঠ সতী মাতার ৫১ শক্তিপীঠ এর মধ্যে অন্যতম। সনাতন ধর্মালম্বীদের জন্য এটি অনেক পবিত্র একটি ধর্মস্থান।

রাম নবমী, মাঘী পূর্ণিমা, নবান্ন প্রভৃতি তিথি তে এখানে বড় করে ধর্মানুষ্ঠান পালিত হয়। এছাড়াও প্রতিদিন প্রভাতী ও বাল্যভোগ, দুপুরে পূজা ও অন্নভোগ, সন্ধ্যায় আরতি ও ভোগের ব্যবস্থা আছে।

মন্দির চত্বরটি প্রায় চার একর (১২ বিঘা) জমির ওপর প্রাচীর বেষ্টিত। মূলমন্দির, বেলবরণ তলা, শিব মন্দির ৪টি, পাতাল ভৈরব শিব মন্দির, গোপাল মন্দির, বাসুদেব মন্দির ও নাট মন্দির(আটচালা) ইত্যাদি মন্দির রয়েছে। উত্তরাংশে সেবা অঙ্গন, পবিত্র শাঁখা পুকুর, স্নানঘাট (২টা), বেষ্টনী প্রাচীরের বাইরে চারটি শিব মন্দির ও একটি পঞ্চমুন্ড আসন রয়েছে এই শক্তিপীঠ এ।

এই বিভাগের অন্য খবর

Back to top button