সারিয়াকান্দি উপজেলা
বগুড়ার মরিচ রঙ ছড়াচ্ছে সারা দেশে
বগুড়া লাইভঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনার চরাঞ্চলে এখন মরিচ তোলা, পরিচর্যা আর শুকানোর কাজে ব্যস্ত কৃষক-কৃষাণিরা। যারা শুকাতে পারছেন না, তারা জমি থেকে মরিচ তোলার পর পরিচর্যা করেই বিক্রি করছেন বাজারে। এ মরিচের দাম শুকনো মরিচের চেয়ে কম।
সারিয়াকান্দি চরাঞ্চলে এবার মরিচের বাম্পার ফলনের পাশাপাশি দাম বেশি হওয়ায় কৃষকরা বেশ খুশি।
সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়িতে সপ্তাহের রবি ও বৃহস্পতিবার মরিচের হাট বসে। আর এই হাটে প্রাণ, স্কয়ারসহ বেশ কিছু বহুজাতিক কোম্পানির পাইকারি ক্রেতা রয়েছে। তারা প্রতিদিনই মরিচ কেনেন। এ ছাড়া স্থানীয় ধান-চাল ব্যবসায়ীরা মরিচের মৌসুমে ধানের পরিবর্তে মরিচ এর ব্যবসা করেন।
আবহাওয়া অনুকূলে থাকায় আশা করা যাচ্ছে চলতি বছর শুকনা মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং প্রায় ১৫০ কোটি টাকার বেশি মরিচ বেচা কেনা হওয়ার সম্ভবনা রয়েছে।