বগুড়া শহরবাসী অতিষ্ঠ মশার কামড়ে
বগুড়া লাইভঃ
বগুড়া শহরে প্রায় সব জায়গার মানুষ মশার কামড়ে অতিষ্ঠ হয়ে গেছে কিন্তু মশা নিধনে পৌরসভার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা নেওয়া হয়নি। জানা গেছে পৌরসভার ছয়টি ফগার মেশিন রয়েছে কিন্তু মশার বিষ স্প্রে করার এই ফগার মেশিনের কয়েকটি মেশিন বিকল হয়ে রয়েছে। তা ছাড়া জনপ্রতিনিধিদের সঠিক তদারকি না থাকা এবং কর্মচারীদের গাফিলতির কারণে এ কার্যক্রমে ভাটা পড়েছে।
বগুড়ায় মশার কামড়ে ঘরে-বাইরে সব জায়গায় অতিষ্ঠ মানুষ। মশা নিধনের জন্য ছয় লাখ টাকায় ছয়টি ফগার মেশিন কেনা হলেও এর মধ্যে চারটি নষ্ট হয়ে পড়ে আছে। যে দুটি ফগার মেশিন চালু আছে তাও কাজে লাগানো হচ্ছে না। মশার কামড়ে ভোগান্তিতে পড়েছেন প্রথম শ্রেণির এ পৌরসভার নাগরিকরা।
শুধু যে শহরেই মশার উপদ্রব তা নয়, গ্রামগঞ্জেও মশা থেকে রেহাই পাচ্ছে না মানুষ, এমনকি গবাদি পশুও। মশার হাত থেকে রেহাই পেতে দিনের বেলায় মশারি টানিয়ে গরু-ছাগল পালন করা হচ্ছে।
একটি সূত্র জানায়, পৌরসভার মশার বিষ স্প্রে করার কয়েকটি মেশিন বিকল হয়ে রয়েছে। তা ছাড়া জনপ্রতিনিধিদের সঠিক তদারকি না থাকা এবং কর্মচারীদের গাফিলতির কারণে এ কার্যক্রমে ভাটা পড়েছে।