মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত দুই এবং আহত একজন
এম এইচ, বগুড়া লাইভ: গতকাল ৮এপ্রিল রবিবার বিকালে বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে মোটরসাইকেল আরোহীরা মহাসড়কে ছিটকে পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং একজন আহত হয়। নিহত দুইজনের একজন নারী। এবং আহত হওয়া ব্যক্তি নিহত নারীর স্বামী, তিনি এখন চিকিৎসাধীন আছেন।
দুর্ঘটনার পর বাস রেখে চালক এবং হেলপার পালিয়ে যায়। এজন্য এবং দুর্ঘটনার কারণে বগুড়া-ঢাকা মহাসড়কে প্রায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
পরে অবশ্য শাহজাহানপুর থানার কর্মকর্তার মাধ্যমে বাসটি জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ৮এপ্রিল রবিবার বিকালে আহত ব্যক্তি তার স্ত্রীকে মোটর সাইকেলে নিয়ে মাঝিরার দিকে যাচ্ছিলেন। তা শাহজাহানপুরের বেতগাড়ি বটতলায় পৌঁছেনোর পর ঠিক সেই সময় কেয়ার ফিড লিমিটেড থেকে বগুড়ার উদ্দেশ্যে চলা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এবং ছিটকে বগুড়া-ঢাকা মহাসড়কের উপর পড়ে গেলে ঘাতক বাসটি তাদের পিষ্ট করে।