কাহালুতে ছোট ভাইয়ের ছুড়িকাঘাতে বড় ভাই নিহত
মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া লাইভ): আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে কাহালু উপজেলার তেলসপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিবাদে সহদর দু-ভাই ও তাদের পরিবারবর্গের সদস্যদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানিয়েছেন আপন ভাইয়ের ছুড়িকাঘাতে ঐ গ্রামের মৃত হারেজ উদ্দিনের পুত্র আলহাজ্ব আলতাফ আলী (৬০) গুরুত্বর জখম হন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শওকত কবির জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত আলতাফ ও তার ছোট ভাই ছামসুল ইসলামের পরিবারের সদস্যদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে তাদের বাড়ির সামনে উভয় প মারপিটে জড়িয়ে পড়ে। ছামসুলের ছুরিকাঘাতে আলতাফ গুরুত্বর জখম হলে তাকে স্থানীয় লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এই ঘটনার পর পরই ছামসুলসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।