বগুড়া সদর উপজেলা

মাটিডালিতে অটোচালক খুন

আরিফ শেখ (বগুড় লাইভ)

জীবন কতটা অনিরাপদ হয়ে পড়েছে,
সামান্য একটা অটো রিক্সার জন্য জীবন কেরে নিল ছিনতাইকারীরা।
৯ ই এপ্রিল দিবাগত রাতে ছিনতাইকারীরা অটো রিক্সা চালক কে গলা কেটে হত্যা করে মাটিডালী গড়ের মাঠের পাশেই ফেলে রেখে যায়। কি কারনে হত্যা করা হয়েছে তা এখন যানা যায় নি ।
তবে মৃত ব্যক্তি বগুড়া আটাপাড়ায় ভাড়ার বাড়িতে থাকত, সে সোনাতলা উপজেলার বাসিন্দা।
এর কি কোন প্রতিকার হবে না।
বগুড়া প্রশাসন মহোদয় এরই মাঝে অঙ্গীকার বদ্ধ হয়েছেন বগুড়াকে সন্ত্রাস মুক্ত করতে । উনাদের এই উদ্যোগ সফল করতে সাধারন মানুষের সহযোগিতাও
কাম্য।

এই বিভাগের অন্য খবর

Back to top button