খেলাধুলা

অনুন্নত হোটেল ব্যাবস্থায় বগুড়ায় খেলা না হওয়ার মূল কারণ ৷

বগুড়া লাইভঃ

অনুন্নত হোটেল ব্যাবস্থায় বগুড়ায় খেলা না হওয়ার মূল কারণ ৷
প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও উন্নত হোটেল না থাকায় বগুড়া এবং খুলনায় আন্তর্জাতিক ম্যাচ সম্ভব হচ্ছে না ৷

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ২০০৬ সালে ৷

অতিরিক্ত ক্রিকেটের কারনে যখন মিরপুর মাঠ ডিমেরিট পয়েন্ট পায় আইসিসির পক্ষ থেকে তখন এই ভেন্যুগুলোর কথা মনে পরা স্বাভাবিক, তবে অনেকেই জানেনা কেন আন্তর্জাতিক ম্যাচ নেই বগুড়ায়?

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার ২য় টেষ্ট ৩ দিনে শেষ হওয়ায় ডিমেরিট পয়েন্ট পায় শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম ৷ তবে আইসিসি এ সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে মনে করেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ৷

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উপাদান দর্শক, আর সেই দর্শকের প্রানের দাবী সাড়াদেশে সমানভাবে ছড়িয়ে পড়ুক ক্রিকেট ৷

এই বিভাগের অন্য খবর

Back to top button