ধুনটে ফ্রিতে ৫ মন চালের পান্তা বিতরণ
মো:আ:হামিদ বগুড়া (ধুনট): বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়া ধুনটে মথুরাপুর বাজারে বেলা ১১ টার দিকে ফ্রি পান্তা মেলা আয়োজন করা হয়েছিল। এতে ২৫০ কেজি চালের পান্তার আয়োজন করা হয়।এর আগে মথুরাপুর বাজার পান্তা মেলা কমিটির ও চাউল ব্যাবসায়ীদের পক্ষ থেকে একটি নাট্য র্যালী আয়োজন করা হয়।
এ র্যালীটি বাজারসহ কয়েকটি গ্রামে প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন মেলা কমিটির পরিচারক ডা.মোহাম্মদ আলী, সহকারি পরিচালক মো. আ. খালেকমেলা পরিচালক মোহাম্মদ আলি বলেন, আমারা বাজার চাউল ব্যাবসায়ীদের নিয়ে প্রতি বছর সর্বসাধারণের জন্য ৩ মন চাউলের পান্তা গরিব দুঃখিদের জন্য ফ্রিতে খাওয়ার আয়োজন করি।
এ পান্তা মেলায় আরো উপস্থিত ছিলেন, চাউল ব্যাবসায়ী মো: জয়নাল আব্দিন, মো: আ: জববার, মো:জাহিদুল ইসলাম , মো:নবির উদ্দিন (নবা),মো:নূরু উদ্দিন , এ সময় আরো উপস্থিত ছিলেন, ধুনট প্রেসক্লাব সভাপতি মো: রফিকুল আলম, শিশু সাংবাদিক মো:আ:হামিদ, মথুরাপুর ১ নং ওয়ার্ড সাবেক মেম্বার মো:আলতাফ আলী, মথুরাপুর এর সাবেক চেয়ারম্যান প্রফেসর মো: মাহবুবুর রহমান ফিরজ, মো: আবুল আজাদ কয়েস মো: মুজাম আলী।