দুপচাঁচিয়া উপজেলা
চির চেনা গ্রামীণ জীবন
(বগুড়া লাইভ): আজ আমরা শহরমুখী। যান্ত্রিকতায় ঠাসা এই ইট-পাথরের শহরে ভুলতে বসেছি গ্রামীণ জীবন।
মাঝে মাঝে চোখের সামনে ভেসে ওঠে গ্রাম বাংলার চিরচেনা সেই রূপ। চোখ বুজলেই যেন দেখতে পাই সবুজ ক্ষেত আর কৃষকের মাঠে গরু-মহিষ চরানোর দৃশ্য।
তেমনই মহিষ চরানোর দৃশ্য দৃষ্টিগোচর হয়েছে আমাদের বগুড়ার গুনাহারে।