দুপচাঁচিয়া উপজেলা
বগুড়ার ঐতিহ্যকে সংরক্ষণ করুন
সুজাউল মাহমুদ (বগুড়া লাইভ)
দুপচাঁচিয়ার গুনাহার জমিদার বাড়ি বা সাহেব বাড়ি। বিংশশতাব্দীতে বাংলায় জমিদারির সাক্ষী এই ভবন। সে সময় জমিদারি কার্যক্রম এই ভবন থেকে পরিচালিত হলেও পরে যখন জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয় তখন থেকে এই ভবনে জমিদারদের উত্তরসূরিরা বসবাস করতেন। কিন্তু বর্তমানে এই ভবনটি পরিত্যক্ত।
সরকারের উচিৎ এইরকম একটি স্থাপনা সংরক্ষণে এগিয়ে আসা। তাতে রক্ষা পাবে আমাদের ইতিহাস-ঐতিহ্য।