শাজাহানপুর উপজেলা
শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় কৃষকদের হতাশ
আতিফা আফরিন(শাজাহানপুর): শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় বিঘায় বিঘায় জমিতে ধান চাষ করা কৃষকরা হতাশ । ধানের শীর্ষ সাদা হয়ে যাচ্ছে দিন দিন ।

কৃষকরা হতাশ হয়ে কৃষি কর্মকতাদের কাছে এ রোগের প্রতিকার চাইলেও কেউ পরীক্ষা নিরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করে নি । শাজাহানপুরের কৃষি অফিসার এর নিকট এই রোগের প্রতিকারসরুপ পরীক্ষা নিরীক্ষার জন্য অনুরোধ জানিয়েছে হতাশ এই কৃষক ।