বিনোদন
সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বৈশাখ উদযাপন করলেন সঞ্চিতা
বগুড়া লাইভ: ১৪২৫ কে বরন করার আয়োজনে সবচেয়ে বড় প্রাপ্তি এই শিশুদের মুখের হাসি। যাদের নতুন বস্ত্র পড়ে আমাদের মতো ১লা বৈশাখ উদযাপন করতে পারাটা অবাস্তব ব্যপার মাত্র।
সমাজের আনাচে কানাচে , সবার দৃষ্টির বাহিরে থাকা সেই শিশুদের সঞ্চিতার নিজের স্বল্প ক্ষমতায় নতুন বস্ত্র দিয়ে আনন্দ সঞ্চর পেরে বছরের প্রথম দিনটি তার কাছে পরিপূর্ন হয়েছে বলে মনে হয় বলছিলেন সঞ্চিতা তার ফেসবুক স্ট্যাটাসে। শুধু বস্ত্র নয় ভবিষ্যতে শিক্ষারও ব্যবস্থা করবে সঞ্চিতা।
বগুড়া থিয়েটারের নাট্য কর্মি সঞ্চিতা রাণী দত্ত অনেক বাধা পেরিয়ে নিজ মেধায় নিজেকে যোগ্য প্রমাণিত করে “লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ – ২০১৭” এ ২য় রানার্স আপ হয়েছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ – ২০১৭ প্রতিযোগিতায়, ‘বিউটিফুল হেয়ার এওয়ার্ড’ লাভ করেছেন তিনি।