শাজাহানপুর উপজেলা

অমর বিজয় স্মৃতি সৌধ ৷

ফারহান (বগুড়া লাইভ)

অমর বিজয় স্মৃতি সৌধ

১৯৭১’র ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর ১৬ ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় ত্রিশ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত হয় ৷
শাজাহানপুর উপজেলা পরিষদ চত্বরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই অমর বিজয় স্মৃতিসৌধ ৷

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.