কাহালু উপজেলা

প্রতিষ্ঠার ৩০ বছরেও চালু হয়নি বাংলাদেশ বেতার, কাহালু

সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ): দেখতে দেখতে ৩০ টি বছর পেরিয়ে গেলে তবুও বগুড়ার কাহালু উপজেলার দরগাঁহাটে অবস্থিত বাংলাদেশ বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচারের জন্য আজও নির্মাণ করা হয়নি নিজস্ব প্রচারকেন্দ্র ও ষ্টুডিও।

বাংলাদেশ বেতার কাহালু কেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে বার বার তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয় কিন্তু তাতে কোন ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি।

এই কেন্দ্রটি বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে ১৯৮৮ সালে ২৫ একর জমিতে প্রায় ৮ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকা ব্যয়ে ১০০ কিলোহার্জ ক্ষমতাসম্পন্ন এ বেতার কেন্দ্র নির্মাণ করা হয়।

উত্তর ও পশ্চিমাঞ্চলের মধ্যে প্রচার সক্ষমতার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন করে প্রতিষ্ঠা করা হয় কেন্দ্রটি।

দুঃখজনক হলেও সত্য এই বেতার কেন্দ্রের নিজস্ব প্রচারকেন্দ্র ও ষ্টুডিও না থাকায় রাজশাহী ও রংপুর বেতারের প্রচারকেন্দ্র থেকে মাইক্রো ওয়েভ লিঙ্কের মাধ্যমে সব অনুষ্ঠান গ্রহণ করে সম্প্রচার করা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button