ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় প্রাণ হারালো ছোট্ট শিশু প্রাপ্তি
বগুড়া লাইভ: ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় মায়ের চোখের সামনে প্রাণ হারালো ছোট্ট শিশু সুরাইয়া তাসনিম প্রাপ্তি (৬) নামের এক শিশু।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সাড়ে ১০ টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজ এলাকায় ।
নিহত সুরা ই-য়া তাসনীম প্রাপ্তি শহরের কামারগাড়ী তিনমাথা এলাকার বাসিন্দা ও অগ্রনী ব্যাংক মাঝিড়া শাখার ব্যবস্থাপক ইব্রাহীম আলীর মেয়ে এবং জলেশ্বরীতলা ইউনিয়ন পাবলিক স্কুলের প্রভাতি শাখার প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত অটোরিক্সা যোগে প্রাপ্তিকে সঙ্গে নিয়ে তার মা সাবিহা শহরের তিন মাথার এলাকার বাসায় ফিরছিলো।তাদের রিক্সাটি কামাড়গাড়ী রেল ঘুমটি এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগতির অটোরিক্সা রং সাইডে এসে তাদের বহনকারী রিক্সাকে সজোরে ধাক্কা দেয় । এতে মায়ের কোল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যায় প্রাপ্তি । এতে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়। পরে দ্রুত তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার প্রাপ্তিকে মৃত ঘোষনা করেন।