বগুড়ার ইতিহাস
মহাস্থানগড়ের জিয়ৎ কুন্ড (কূপের) দুরাবস্থা
সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ): মহাস্থানগড়ে অবস্থিত বর্তমানে এ কূপটি খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কূপটি সংস্কারের জন্য নেই কোন উদ্যোগ। অনেকটা ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিনে পরিণত হয়েছে এ কূপটি। এমন অবস্থা চলতে থাকলে একদিন হয়তো পুরো কূপটির অস্তিত্বই বিলিন হয়ে যাবে।
কথিত আছে, শাহসুলতান বলখী পরশুরামের সাথে যুদ্ধের সময় পরশুরাম এ কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের পূনঃজীবিত করতে পারতেন। শাহসুলতান বলখী কূপটির পানির জীবনদানের কথা জানতে পেরে একটি চিলের সাহায্যে এক টুকরো গরুর মাংস কূপটিতে নিক্ষেপ করে কূপটির এ অলৌকিকতা নষ্ট করেন। এতে করে পরশুরাম পরাজিত হন।
ঐতিহাসিক কূপটি আজ বিলিন হওয়ার পথে। যদি প্রশাসন এটি সংরক্ষণের পদক্ষেপ না নেয় তাহলে একদিন কালের অতল গহ্বরে হারিয়ে যাবে আমাদের বগুড়ার এ ঐতিহ্য।