গাবতলী উপজেলা
কৃষকের মনে এখন পাকা ধান ঘরে তোলার স্বপ্ন
সুজাউল মাহমুদ (বগুড়া লাইভ): আর মাত্র ক’দিন। তারপরই পাকা ধান ঘরে তুলবে কৃষক। ধান ক্ষেতগুলো এখন সবুজ থেকে সোনালী রং ধারণ করেছে। সবুজের সমারোহ যেনো সোনালী রাজ্যে পরিণত হয়েছে। কৃষকদের এখন এটাই চাওয়া যে ঝড়ো বাতাসে ধান গাছ যেনো মাটিতে পড়ে না যায় আর শীলা বৃষ্টি না হয়। তবেই তাদের মুখে ফুটবে হাসি।
ছবিটি পূর্বপাড়া, গাবতলি, বগুড়া থেকে তোলা