দুপচাঁচিয়া উপজেলা
দুপচাঁচিয়ার গুনাহারে হাসনা-হায়দার ফ্রি মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত
দুপচাঁচিয়া (বগুড়া): দুপচাঁচিয়ায় গুনাহার ইউনিয়ন পরিষদের আয়োজনে জার্মান আ.লীগের উপদেষ্টা আসাদুর রহমান খন্দকার লাইজুর পৃষ্টপোষকতায় হাসনা-হায়দার ফ্রি মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ফ্রি মেডিসিন ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজ।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ৩০ জন মুক্তিযোদ্ধাসহ প্রায় এ ইউনিয়নের সাড়ে পাঁচ শতাধিক গরীব রোগীদের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।