নন্দীগ্রাম উপজেলা
নন্দীগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
সুমন কুমার নিতাই, নন্দীগ্রাম (বগুড়া): ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’- এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে। সোমবার (২৩ এপ্রিল) উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।
সকাল ১০টায় একটি র্যালি হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হাসপাতালে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্কুলের শিক্ষার্থীরাও র্যালিতে উপস্থিত ছিলেন।